ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. most-bet-giris.xyzsitesi mar
  2. Pusulabet
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ঝালকাঠী
  10. ধর্ম
  11. পটুয়াখালী
  12. পিরোজপুর
  13. বরগুনা
  14. বরিশাল
  15. বরিশাল বিভাগ

ভান্ডারিয়া সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

কে এম তারেক অপু
অক্টোবর ২, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মহিববুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া ॥ দেশের অন্যান্য স্থানের মতো পিরোজপুরের ভান্ডারিয়ায় ক্যাডার বৈষম্য নিরসন করা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা সহ বিসিএস শিক্ষা ক্যাডারের সকল দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালিত হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ভান্ডারিয়া সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সোমবার (২ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ খান, অধ্যাপক মো: শাহাদৎ হোসেন, সহকারী অধ্যাপক সুপ্রভাত রায়, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রভাষক মোঃ সালাহউদ্দিন ইউসুফ, রাজীব হালদার, মোঃ জাকির হোসেন, সঞ্জয় চন্দ্র পাল সহ কলেজের সকল বিসিএস শিক্ষা ক্যাডারগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও দীর্ঘ বছরেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি; বরং আরও সংকুচিত করা হয়েছে। আজকের কর্মবিরতির পর দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩ দিনের কর্মবিরতি করা হবে বলেও জানিয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।