ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
 1. 1
 2. avi feb
 3. Belugabahis bahis sitesi feb
 4. blackjack-deluxe
 5. bonan feb
 6. casinomhub giris
 7. goo feb
 8. last-news
 9. mars feb
 10. Marsbahisgiris feb
 11. New Post
 12. News
 13. onwin feb
 14. polskie-kasyna
 15. আইন-আদালত

পটুয়াখালীতে চাঞ্চল্যকর শিশু হত্যার রহস্য উদঘাটন ও চুরির মালামাল উদ্ধার, আটক-২

কে এম তারেক অপু
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

হেলাল আহম্মেদ রিপন, পটুয়াখালী ॥ পটুয়াখালী সদর উপজেলাধীন আউলিয়াপুর ইউনিয়নে চাঞ্চল্যকর শিশু রাতুলকে হত্যায় মৃতদেহ গুমসহ চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে ঐ পরিবারের দোকানে চুরির ঘটনার মূল রহস্য উদঘাটনসহ শিশুর মৃতদেহ উদ্ধার ও বিপুল পরিমাণ চোরাই মালামালসহ হত্যাকারী প্রধান ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুর ২.৩০ মিনিটে পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম পিপিএম, বিবিএস। এ সময় তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে ছোট আউলিয়াপুরের বাসিন্দা ও ডেকোরেটর সাউন্ড ব্যবসায়ী মোঃ গোলাম রহমান লিটনের ১১ বছর বয়সী শিশু ছেলে রাতুলকে সাইকেল কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের পরিবারের সকলকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর কথা বলে আসামিরা। আসামিদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী রাতুল তার পরিবারের সদস্যদের নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়। পরে আসামিরা রাতুলের সহযোগিতায় বসতঘর ও বসতঘর সংলগ্ন ডেকোরেটর দোকানে প্রবেশ করে ডেকোরেটরের রুমের মধ্যে থাকা মালামাল চুরি করে। পরে ঘটনার প্রতক্ষ্যদর্শী ও সাক্ষী নির্মুল করতে শিশু সন্তান মোঃ রাতুল (১০) কে জোরপূর্বক বসতঘরের পিছনের দরজা দিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যা করে। মোঃ রাতুল ছোট আউলিয়াপুর এলাকার মোঃ লিটন ঘরামীর ছেলে। সে আউলিয়াপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। পরে অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গত ২৫ সেপ্টেম্বর রাতব্যাপী পটুয়াখালীর জৈনকাঠী ইউপির সেহাকাঠী এলাকা হতে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে আটক করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ছোট আউলিয়াপুরের মফেজ মাতুব্বরের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫) ও জৈনকাঠী ইউপির এনছান হাওলাদারের ছেলে মোঃ হানিফ হাওলাদার (৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসামিরা জানান, শিশু রাতুলের লাশ গুমের উদ্দেশ্যে আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর এলাকার মোঃ জয়নাল বিশ্বাসের বাড়ির পিছনে পরিত্যাক্ত টিনসেড ইটের ওয়াল ঘরের কাঁচা মেঝের পশ্চিম দক্ষিণ কোনে ০৫ ফুট মাটির গভীরে লাশের গায়ে লবণ দিয়ে পলিথিনে মুড়িয়ে মাটি চাপা দিয়ে রাখেন। এছাড়াও মোঃ হানিফ হাওলাদার’র বসতঘরের পিছনে রান্নাঘরের মাটির নিচ হতে সাউন্ড সিস্টেমের বিভিন্ন সরঞ্জামাদি এবং বসতঘরের পিছনে ডোবা হতে অটোরিক্সার ব্যাটারি উদ্ধার করা হয়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় গত ২১-০৯-২০২৩ তারিখে মামলা নং-২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭/৩০ তৎসহ ৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও সহ সভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিনসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।