ঢাকারবিবার , ১১ জুন ২০২৩
  1. most-bet-giris.xyzsitesi mar
  2. Pusulabet
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ঝালকাঠী
  10. ধর্ম
  11. পটুয়াখালী
  12. পিরোজপুর
  13. বরগুনা
  14. বরিশাল
  15. বরিশাল বিভাগ

ভান্ডারিয়ায় মসজিদে ঘুমন্ত তাবলীগের ১৩জন অজ্ঞান-চুরির শঙ্কা

কে এম তারেক অপু
জুন ১১, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

সমাচার প্রতিবেদক, ভান্ডারিয়া // মুসলিম ধর্মপ্রান মুসল্লিদের ভ্রমন ও ইসলামের দাওয়াতের অংশ হিসেবে ৪১দিনের ১চেল্লার সফরে ভান্ডারিয়ায় আসেন ভোলার ১৩ সদস্যের একটি তাবলীগ জামায়াতের দল৷

তারই ধারাবাহিকতায় গত ৯জুন শুক্রবার ভান্ডারিয়া উপজেলার ২নং নদমূলা ইউনিয়নের ৩নং চিংগুরিয়া গ্রামের কলোনী বাজার গাজীবাড়ি সংলগ্ন সমজিদে ৩ দিনের সফরে আসেন তারা, ঐদিনের দাওয়াতের কাজ শেষে রাতের খাবার খেয়ে মসজিদে ঘুমিয়ে পরেন সবাই৷ পরে গভীর ঘুমের ন্যায়ে অচেতন পরেন তাবলীগের সকল সদস্যরা৷

তাবলীগ কমিটি ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তাবলীগে আসা সকলেই ভোলার লালমোহন থানার ফুলবাগিচা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা৷ কলোনী বাজারের স্থানীয় মুসল্লি মো. রফিকুল ইসলাম রিপন জানান, প্রতিদিনের ন্যয় এশার নামাজ শেষে তাবলীগের সকল ভাইদের থেকে বিদায় নিয়ে নিজ বাড়িতে ঘুমাতে যাই, ফজরের নামাযের জন্য মসজিদে এসে তাদের সকলকে অচেতন অবস্থায় দেখতে পাই৷ এদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোনগুলো চুরি হয়েছে৷ পরে জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ এ ফোন করে পুলিশ প্রশাসনের সহযোগীতা চান মসজিদ কমিটির সভাপতি মো. সুলতান হাওলাদার৷

এঘটনা জেনে ১০ জুন সকালে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ থেকে একজন ডাক্তার এসে সকলকে চিকিৎসা সেবা দেন৷ পরে এদের মধ্য থেকে গুরুতর ৪ জনকে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগীতায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের জরুরী বিভাগে চিকিৎসা সেবা শেষে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে হাসপাতালে ভর্তি করেন৷ এ ঘটনার ২৪ ঘন্টা পারেও ১০ জুন রাত ১২টা পর্যন্ত একজন রোগীও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি৷

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, এ ঘটনার কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি৷ অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে৷

উল্লেখ্য, গত ২০১৯ সালের শেষের দিকে স্থানীয় কলোনী বাজারে একাধিক চুরির ঘটনা ঘটে৷ তারই ধারাবাহিকতায় ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার দিবাগতগ রাতে ঘুর্নিঝড় বুলবুল চলাকালীন সময়ে কলোনী বাজার জামে মসজিদ মার্কেটের মুনলাইট মাল্টিমিডিয়া নামক দোকানের ২টি তালা কেটে দোকানে থাকা সকল মালামাল চুরি হয়৷ এতে ভুক্তভোগী ব্যাবসায়ীর আনুমানিক ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়৷

৯ নভেম্বর ২০১৯ শনিবার সকাল ৯টায় লিখিত অভিযোগ পেয়ে ভান্ডারিয়া থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এসময় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কলোনী বাজারে নৈশ প্রহরী নিযুক্ত করার পরামর্শ দেন৷

পরামর্শ অনুযায়ী ২জন নৈশ প্রহরী নিযুক্ত হওয়ার প্রায় ১বছর পর ২০২১ সালের শেষের দিকে একজন মো. আঃ সালাম হাওলাদার শারিরীক অক্ষম হয়ে পরেন এবং অন্যজন মো. সালেক হাওলাদার বাজার ব্যাবস্থাপনা কমিটির বিরুদ্ধে নৈশ প্রহরীর বেতন ভাতা আত্যসাৎ সহ একাধিক অভিযোগের বর্ননা দিয়ে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করে নৈশ প্রহরীর চাকুরী হইতে অব্যহতি গ্রহন করেন৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।