ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. most-bet-giris.xyzsitesi mar
  2. Pusulabet
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ঝালকাঠী
  10. ধর্ম
  11. পটুয়াখালী
  12. পিরোজপুর
  13. বরগুনা
  14. বরিশাল
  15. বরিশাল বিভাগ

বাকেরগঞ্জে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান ও বেগম রোকেয়া দিবস উদযাপন

কে এম তারেক অপু
ডিসেম্বর ৯, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সমাচার প্রতিবেদক, বাকেরগঞ্জ ॥ বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৯ই ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ” উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান), মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম (মিনু), সহকারী কমিশনার ভূমি সানজিদা রিকতা,১২ রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল হাসান (বাবু), মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা তথ্য সেবা অফিসার মাহাবুবা খানম,সরকারি বাকেরগঞ্জ গালস্ স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর আহমেদ সহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও জয়িতাদের পরিবারিক সদস্যরা।এ সময় প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়ার জীবনের সাফল্যের বিভিন্ন বিষয়ে তুলে ধরে বলেন বেগম রোকেয়া ছিলেন সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক এবং নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তার জন্ম। নারী জাগরণের এই অগ্রদূত এবং আলোর দিশারির জীবনকাল ছিল মাত্র ৫২ বছর ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়।নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস ছিলেন তিনি তাই প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।এ সময় ৪টি বিষয়ে উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ ৪ জন সংগ্রামী নারীকে জয়িতা সংবর্ধনা, কেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়। এরা হলেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফাল্য আর্জনকারী বাকেরগঞ্জ পৌর সভার ৫ নং ওয়ার্ড সাহেবগঞ্জের মোসামৎ জেসমিন বেগম,সফল জননী রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুরের শহীদ বীর মুক্তিযোদ্ধা কুমুদ বন্ধু রায় চৌধুরীর স্ত্রী ছায়া রায় চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মূছে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী গারুড়িয়া ডিঙ্গারহাটের রুজিনা বেগম, সমাজ উন্নয়নে অসান্য অবদান রাখছেন যে নারী কলসকাঠি বেবাজ গ্রামের শান্তা ইসলাম। এসময় জয়িতারা নিজেদের জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।