ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. most-bet-giris.xyzsitesi mar
  2. Pusulabet
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ঝালকাঠী
  10. ধর্ম
  11. পটুয়াখালী
  12. পিরোজপুর
  13. বরগুনা
  14. বরিশাল
  15. বরিশাল বিভাগ

মেহেন্দিগঞ্জে আগুনে পুড়ল আশ্রয়ণের ঘর

কে এম তারেক অপু
ডিসেম্বর ৯, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সমাচার প্রতিবেদক,মেহেন্দিগঞ্জ ॥ মেহেন্দিগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার গভীর রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ঘোড়াঘাট নামক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় ঘন্টাকাল ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করেই ওই আশ্রয়ণ প্রকল্পে আগুনের ধোঁয়া দেখে এলাকার লোকজন এগিয়ে যান এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অলি উদ্দিন হাওলাদার, ধলু বেপারি নামে দুই বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানান, পড়নের কাপড় ছাড়া আর কিছুই বের করা সম্ভব হয়নি। আগুনে একটি দোকানসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আগুন লাগার সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আস্বস্ত করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।