ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. most-bet-giris.xyzsitesi mar
  2. Pusulabet
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. ঝালকাঠী
  10. ধর্ম
  11. পটুয়াখালী
  12. পিরোজপুর
  13. বরগুনা
  14. বরিশাল
  15. বরিশাল বিভাগ

মেহেন্দিগঞ্জে কর্তৃপক্ষের গাফেলতিতে আগষ্টের বেতন পায়নি প্রাথমিক শিক্ষকরা, মানবেতর জীবন যাপন

কে এম তারেক অপু
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সমাচার প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ ॥ বরিশালের একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ। একাধিক নদী দ্বারা বিভক্ত এই উপজেলাটি ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ২০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০০ শিক্ষকের পদে বর্তমানে প্রায় সাড়ে ১১০০ শত শিক্ষক কর্মরত আছেন। কর্তৃপক্ষের গাফেলতির কারনে বিগত আগষ্ট মাসের বেতন পায়নি শিক্ষকরা। যার কারনে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে মানুষ গড়ার কারিগরদের। বর্তমান দ্রব্যমূল্যের আকাশচুম্বী উর্ধ্বমুখীর বাজারে বেতন না পেয়ে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তারা। নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের বেতন পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে পাওয়ার কথা থাকলেও ১ মাস পেরিয়ে আরেক মাসের প্রায় অর্ধেক চলতেছে কিন্তু মেহেন্দিগঞ্জে স্থায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় এবং চলতি দায়িত্বে যিনি আছেন তার অর্থনৈতিক বিষয়ে সাইনিং পাওয়ারের অভাবে ভোগান্তি পোহাচ্ছে শিক্ষকরা। একটি সুত্র জানায়,সরকার দল সমর্থক কিছু শিক্ষক নেতার অন্যায় আবদার রক্ষা করতে না পারায় বার বার বদলি করা হচ্ছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। যার খেসারত দিচ্ছে সাধারন শিক্ষকরা। শিক্ষকরা যেখানে বেতন নির্ভর, বেতনের উপরই তাদের সংসার চলে। তাছাড়া মাসিক ভিত্তিতে যে সব শিক্ষক বিভিন্ন দোকান থেকে দ্রব্যাদি ক্রয় করে থাকেন,,,তাদের কাছেও যেতে পারছেন না শিক্ষকরা। আগের পাওনা পরিশোধের তাগাদা দিচ্ছে দোকানিরা বলে জানান, একাধিক শিক্ষক। মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ শুন্য থাকায় ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার দিয়েই চলে প্রাথমিক শিক্ষা অফিস। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা সহকারি শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান এর ফোনে একাধিকবার কল করে তাকে পাওয়া যায় নাই। বেতন না পাওয়ার বিষয়টি নিয়ে আলাপ হয় শিক্ষক নেতা মাস্টার আবদুল লতিফের সাথে।তিনি সংবাদ মাধ্যমকে জানান, গত মাসের ২০ তারিখে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন বদলী হওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার অন্য সহকারী শিক্ষা অফিসারদের মধ্যে থেকে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারের জন্য প্রথমে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিরন চন্দ রায়ের নাম সুপারিশ করে পাঠানো হলে অধিদপ্তর থেকে তার প্রস্তাব ফেরত দেওয়া হয়। এর পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান এর নামের প্রস্তাব পঠানো হলে অধিদপ্তর থেকে এখনো আর্থিক দায়িত্ব প্রদান করা হয়নি। যার ফলে উপজেলার ২০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ১১ শত শিক্ষক আগষ্ট মাসের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। অপরদিকে সহকারি শিক্ষক আল আফছার সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বমুখীর বাজারে এক মাসের বেতন দিয়ে পরবর্তী মাসে ব্যয় নির্বাহ করা যেখানে কঠিন সেখানে দেড় মাস পেরিয়ে যাচ্ছে এখন আর চলার মতো কোনো উপায় দেখছিনা। মেহেন্দিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবী, তাদের আগষ্ট মাসের বেতন যেনো কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে দেয়ার ব্যবস্থা করেন। না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।