ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
 1. 1
 2. avi feb
 3. Belugabahis bahis sitesi feb
 4. blackjack-deluxe
 5. bonan feb
 6. casinomhub giris
 7. goo feb
 8. last-news
 9. mars feb
 10. Marsbahisgiris feb
 11. New Post
 12. News
 13. onwin feb
 14. polskie-kasyna
 15. আইন-আদালত

স্বপ্ন এখন বিশ্বকাপ আর এশিয়া কাপ নিয়ে-সাকিব আল-হাসান

কে এম তারেক অপু
আগস্ট ২২, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

সমাচার প্রতিবেদক, গৌরনদী ॥ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, এখন স্বপ্ন বিশ্বকাপ আর এশিয়া কাপ নিয়ে। বাকিটা পরে দেখা যাবে। শোকের মাস উপলক্ষে গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি (সাকিব)। তিনি আরও বলেন, বরিশালবাসীসহ বাংলাদেশের সবাই আমাদের খুব সাপোর্ট করে। আগামিতে বরিশালবাসী আরও বেশি সাপোর্ট করবে। সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপ আছে। সেখানেও তারা তাদের সাপোর্ট অব্যাহত রাখবেন এবং বাংলাদেশ টিম ভালো করবে। সাকিব আল হাসান বলেন, তৃণমূলের মানুষের সঙ্গে সেভাবে মেশার সুযোগ হয় না। একজন লন্ডন প্রবাসীর আমন্ত্রণে বরিশালের গৌরনদীতে এসে একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভাল লেগেছে। বরিশালে খুব বেশি আসা হয় না। যেহেতু এখানে আন্তর্জাতিক ম্যাচ হয় না, ঘরোয়া ক্রিকেটও সেভাবে খেলা হয় না, স্বাভাবিকভাবেই আসার সম্ভাবনাও খুব কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লেগেছে। এর আগে তিনি আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যরিস্টার মো. মনির হোসেন, অভিনেতা নিরব, আন্তর্জাতিক মেকাপ আর্টিষ্ট সেলিনা মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তিনি উপস্থিত শুভাকাঙ্খিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় প্রিয় ক্রিকেটারকে এক নজর স্বচোখে দেখার জন্য হাসপাতাল চত্বরে প্রায় ২ হাজার সাকিব ভক্ত ভিড় করেন। এসময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানের মতো কর্মসূচির আয়োজন করায় সংশ্লিস্টদের ধন্যবাদ জানান তিনি। দেশব্যাপী এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করতে পারলে দেশের অসহায়-দরিদ্র মানুষ উপকৃত হবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। এর আগে সকাল ১০টায় বিশেষ হেলিকপ্টারযোগে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরন করেন ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। এ খবর আগে জানাজানি হয়ে যাওয়ায় বিদ্যালয় মাঠসহ তার চলাচলের পথে হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাকিবকে সরাসরি এক নজর দেখতে ভিড় করেন। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে সাকিবকে ৩ কিলোমিটার দূরে টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী এলাকায় আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণ, সাংবাদিকদের সাক্ষাতকার প্রদানসহ আনুষাঙ্গিক আড়াই ঘন্টা গৌরনদী অবস্থানের পর বেলা সাড়ে ১২টায় ফের হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান গৌরনদীতে অবস্থানকালীন সময়ে তার চলাচলের পথসহ ওই হাসপাতাল এলাকায় পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে। এ কারণে কোন ধরনের বিশৃংখলা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।