ঢাকামঙ্গলবার , ১৩ জুন ২০২৩
 1. 1
 2. avi feb
 3. Belugabahis bahis sitesi feb
 4. blackjack-deluxe
 5. bonan feb
 6. casinomhub giris
 7. goo feb
 8. last-news
 9. mars feb
 10. Marsbahisgiris feb
 11. New Post
 12. News
 13. onwin feb
 14. polskie-kasyna
 15. আইন-আদালত

বরিশালের নতুন মেয়র ফুলেল শুভেচ্ছায় সিক্ত

কে এম তারেক অপু
জুন ১৩, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সমাচার প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের নতুন নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নগরবাসীর উদ্দেশ্যে বলেন, জনসাধারণ বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। বাঁধা বিপত্তি উপেক্ষা করে তারা আমাকে গ্রহণ করেছেন, এজন্য আমি চিরকৃতজ্ঞ। সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করবো। আমার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নগরবাসীর স্বপ্ন পূরণ করবো। তারা আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাস আমি রক্ষা করবো। মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২টার নিউ সার্কুলার রোডের বাসায় তিনি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় নেতাকর্মীরা বাধ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উৎসব করেন। পরে নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। পরে সেখান থেকে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন মেয়র খোকন। এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু এমপি সাথে খোকন সেরনিয়াবাত তার পরিবারের সদস্যদের সহ সৌজন্য সাক্ষাত করেন। পরে নতুন মেয়রে সাথে এক সৌজন্য সাক্ষাত শেষে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেন, সুখি সমৃদ্ধ বরিশাল গড়ার যে স্বপ্ন নগরবাসীর রয়েছে তা পূরণ করবেন নতুন মেয়র। শেখ হাসিনার উন্নয়নের মহাসড়ক থেকে নগরবাসী বিচ্ছিন্ন ছিলো। এখন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে যুক্ত হবো। খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে বরিশালের উন্নয়ন আপনারা শীঘ্রই দেখতে পাবেন। অবিলম্বে আমরা ভাঙা সড়ক মেরামত কাজ শুরু করবো। পাশাপাশি যে সাতটি খালের টেন্ডার দেওয়া হয়েছিলো কিন্তু কাজ শুরু করতে পারিনি সেই খালগুলো খনন করা হবে। সামনে বর্ষা তারপরও এর আগে যতটুকু পারি খাল খনন করবো। এতে নগরবাসী কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। পরে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মীনি লুনা আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড.বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবির, এ্যাড. লস্কর নুরুল হক, এ্যাড. আনিচ উদ্দিন সহিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ শাহাব, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহবায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম আহবায়ক নব নির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার ও নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন। এছাড়া নতুন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান, অমৃত লাল দে গ্রুপের পক্ষে বিজয় কৃঞ্চ দে ও ফরচুন গ্রুপের মিজানুর রহমানসহ নবনির্বাচিত কাউন্সিলর প্রার্থী ও অন্যান্য সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।