ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
 1. 1
 2. avi feb
 3. Belugabahis bahis sitesi feb
 4. blackjack-deluxe
 5. bonan feb
 6. casinomhub giris
 7. goo feb
 8. last-news
 9. mars feb
 10. Marsbahisgiris feb
 11. New Post
 12. News
 13. onwin feb
 14. polskie-kasyna
 15. আইন-আদালত

মঠবাড়িয়ায় চার মাসের মাথায় ফের ট্রাকসহ বেইলি সেতু ভেঙে খালে

কে এম তারেক অপু
আগস্ট ১৮, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সমাচার প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় চার মাসের ব্যবধানে আবারো মাল বোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে খালে পড়েছে। এতে জেলার পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি পথের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলার মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মোল্লারহাট এলাকার শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বেইলি সেতুটি ভেঙে পড়ে। ঘটনার পরই ইটবাহী ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান। বেইলি সেতুটি মঠবাড়িয়া থানা থেকে ১ কিলোমিটার দক্ষিণে মোল্লারহাট এলাকায় অবস্থিত। সেতু ভেঙে পড়ার তথ্য নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।’ এদিকে দীর্ঘদিন ধরে বেইটি সেতুটি মেরামত করে চলাচল করা ছিল। এর আগে গত ১৭ মে সকালে রড বোঝাই ট্রাকসহ বেইলি সেতুটি ভেঙে খালে পড়ে ছিল। আঞ্চলিক মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন চালকসহ যাত্রীরা। গতকাল দুর্ঘটনার পর থেকে সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। অপর দিকে দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আগামী রবিবার দ্বিতীয় পরীক্ষা হবে। দ্রুত ব্রিজটি সংস্কার করা না হলে সবার সঙ্গে পরীক্ষার্থীরাও ভোগান্তিতে পড়বে। জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে ইট বোঝাই একটি ট্রাক মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের মোল্লারহাট এলাকার বেইলি সেতু ওপর ওঠলেই তা ডেবে যায়। এতে সেতুর দুটি ভিম ও বেশ কয়েকটি প্লেট খালের পালিতে ঝুলে পড়ে। স্থানীয় অটোরিকশাচালক মো. আমিনুল ইসলাম বলেন, সেতুটি অনেক বছর ধরে ঝুঁকিপূর্ণ। সড়কে হালকা, ভারী সব ধরনের পরিবহণ চলে। দুর্ঘটায় আমি ট্রাক চালকের দোষ দেখি না। সেতুর নিচের অ্যাঙেল ও পাটাতন ভেঙে ট্রাকের পিছনের চারটি চাকাই খালের পানি ছুই-ছুই মিশে গেছে। আগামী দু-তিন দিনেও সেতুটি সংস্কার হবে কি না, আশঙ্কা করেন তিনি। পাথরঘাটা থেকে আসা বনফুল পরিবহনের সুপার ভাইজার শাহিন মিয়া বলেন, সেতুর গোড়ায় ৫ টনের বেশি ওজনের যানবহন ওঠা নিষেধ সংবলিত সরকারি নির্দেশনা রয়েছে। অথচ প্রায় ১০ টন ইট বোঝাই ট্রাকটি সেতুতে ওঠার কারণে ভেঙে গেছে। এখন শত শত গাড়ি দুই পাশে আটকে গেছে। জানতে চাইলে পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, ইট বোঝাই ট্রাকটি দ্রুত অপসারণ করে সেতুটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার জোর চেষ্টা চলছে। ওই স্থানে দ্রুতই আধুনিকমানের সেতুর নির্মাণকাজ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।